ব্যান্ডেল আরোহী মঞ্চস্থ করল অমিতাভ চক্রবর্তী রেট্রস্পেক্টিভ
সম্প্রতি প্রয়াত নাট্যকার অমিতাভ চক্রবর্তীকে সম্মান জানাতে বুধবার তাঁরই লিখিত দুটি স্বল্প দৈর্ঘ্যর নাটক নিয়ে অমিতাভ চক্রবর্তী রেট্রস্পেক্টিভ অনুষ্ঠানের আয়োজন করেছিল ব্যান্ডেল আরোহী। ব্যান্ডেল আরোহীর বহুল প্রশংসিত ও মঞ্চস্থ নাটক যতীন বাবু শুনছেন ও ২০০০ সালে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির তরফে সম্মানিত ছেঁড়া ক্যানভাস এদিন মঞ্চস্থ হয়। প্রসঙ্গত এই দিন ছিল ছেঁড়া ক্যানভাস নাটকের ৩০০তম মঞ্চাভিনয়। দুটি নাটকের নাট্যকার অমিতাভ চক্রবর্তী ও পরিচালক রঞ্জন রায়।আকাদেমি মঞ্চের বাইরের লন অমিতাভ চক্রবর্তীর বিশালাকার ছবি এবং ফুলের সজ্জায় আগে থেকেই সুসজ্জিত ছিল। দুটি নাটকের মাঝে এখানেই প্রয়াত নাট্যকারকে আরোহী তাদের অন্তরের সম্মান জানায়। প্রকাশিত হয় ছেঁড়া ক্যানভাস নাটকের ৩০০তম প্রদর্শনের স্মারক। ফুল, স্মারক, উত্তরীয় ও মিষ্টান্ন দিয়ে সম্মান জানানো হয় বিশিষ্টজনদের। নাট্যজন অসিত বসু বলেন, এই স্বার্থপর সমাজে এক মহতী নাট্যকারকে যখন এভাবে অন্তরের সম্মান নিবেদনে কোনও নাট্যদল এগিয়ে আসে, তখন আশার আলো আমাদের উৎসাহিত করে, ধন্যবাদ ব্যান্ডেল আরোহীকে। দ্বিজাতি তত্ত্বে দেশভাগের অভিশপ্ত স্মৃতি আর নিজভূমে পরবাসী হওয়ার আখ্যান এবং শিল্পীর স্বাধীনতায় সংখ্যাগুরু মৌলবাদীর আক্রমণের কাহিনী ছিল যথাক্রমে যতীনবাবু শুনছেন ও ছেঁড়া ক্যানভাস নাটকের আধার। নিস্তব্ধ প্রেক্ষাগৃহ প্রমাণ করে নাটক দুটির সফল মঞ্চায়ন।